বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে অস্বচ্ছল কর্মহীন শ্রমিকদের মাঝে ক্ষুদ্র ব্যবসার লক্ষ্যে নগদ অর্থ ও খাদ্য বিতরণ করা হয়। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন এতে উপস্থিত থেকে নগদ অর্থ ও খাদ্য বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মুসা, মহানগরী কর্মপরিষদ সদস্য ও দক্ষিণখান থানা আমীর জনাব মুহাম্মদ জামাল উদ্দিন ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি জনাব আতিকুর রহমান ও মহানগরীর মেডিকেল থানার সেক্রেটারি জনাব ডা. খালেদুজ্জামান প্রমুখ।