বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিজনেস থানার প্রবীন রুকন মোঃ আব্দুর রউফ আজ সকাল ৯ টায় ঢাকার কল্যাণপুরস্থ ইবনে সিনা হাসপাতালে ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা বাদ জোহর মোহাম্মদপুর টাউন হলের শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে মোহাম্মদপুর কেন্দ্রীয় গোরস্তানে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগহরীর সহকারি সেক্রেটারি লস্কর মোঃ তসলিম ও জোন পরিচালন ডাঃ শফিউর রহমানসহ বিভিন্ন থানার আমীর ও সেক্রেটারিগণ।
শোকবাণী
মোঃ আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে বলেন, মরহুম মোঃ আব্দুর রউফ ছিলেন ইসলামী আন্দোলনের জন্য নিবেদিতপ্রাণ শপথের কর্মী। তিনি ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন। মহানগরী আমীর তার রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তিনি মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারনের তাওফিক কামনা করেন।