মহান বিজয়ের ৫০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বিজয় র্যালি-২০২১ এর আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রামপুরা উত্তর থানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন। থানা আমীর জনাব ফজলে আহমেদ ফজলুর সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালিতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি জনাব নাজিম উদ্দিন মোল্লা প্রমুখ।

বিজয় র্যালি পূর্ব এক সমাবেশে জনাব সেলিম উদ্দিন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নগরবাসী এবং দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ্ বাংলাদেশের আগামী ৫০ বছর হবে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র। সেজন্য যুবকদেরকে ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচনের অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে আসতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য কাজ করতে হবে।

তিনি গণতান্ত্রিক রীতি নীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের সব চাইতে সুশৃংখল ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বন্ধ থাকা সকল অফিস অনতিবিলম্বে খুলে দেওয়ার আহবান জানান।