রাজধানীর তুরাগের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যুসহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক বিবৃতিতে মহানগরী আমীর বলেন, রাজধানীর তুরাগের চণ্ডালখালী এলকায় বিদ্যুতের খুঁটি থেকে সূত্রপাত হয়ে এক ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে। আগুন দ্রুতগতিতে চারদিকে ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের জাহাঙ্গীর আলম, রোমা আক্তার ও আফরিন নামের তিন ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যা অনাকাক্সিক্ষত, হৃদয় বিদারক ও শোকবহ।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ সারাদেশেই অগ্নিদুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। অপরিপল্পিত নগরায়ন, মানহীন ইমারত নির্মাণ ও অপনিরাদ বিদ্যুৎ ব্যবস্থার কারণে প্রতিনিয়ত অগ্নিদুর্ঘটনা ঘটলেও এসব দুর্ঘটনা প্রতিরোধে সরকার ও সংশ্লিষ্ট বিভাগের উল্লেখযোগ্য তৎপরতা নেই। যা খুবই দুঃখজনক ও হতাশাব্যঞ্জক।
মহানগরী আমীর তুরাগের চণ্ডালখালী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি ঘটনার পূনরাবৃত্তি রোধে একটি উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিহত ও ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরুন দেয়ার আহবান জানান। মহানগরী আমীর নিহতদের স্বজনদের প্রতিও গভীর সমবেদনাও জ্ঞাপন করেন।