রামপুরা ইয়ুথ সোসাইটির উদ্যোগে আয়োজিত সহস্রাধিক ভাই ও বোনদের অংশগ্রহণে বার্ষিক পারিবারিক মিলনমেলা-২০২২ এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। এ বিশ্বজগত মূলত: মানুষের জন্যই সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ এ সৃষ্টি-জগতকে আমাদের অধীন করে দিয়েছেন, কাজেই আমাদের উচিত একমাত্র আল্লাহর আনুগত্য করা ও তাঁর দাসত্ব বা গোলামী করা। এ বিশ্বপ্রকৃতির কোন কিছুই অযথা সৃষ্টি করা হয়নি বরং প্রতিটি বস্তুকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, যদিও এর অনেক কিছুর উপকারিতা সম্পর্কে মানুষ এখনও অজ্ঞ। এ পৃথিবী মানুষের জন্য। মানুষকে পৃথিবীর জন্য সৃষ্টি করা হয়নি। এ পৃথিবী লক্ষ্যস্থল নয় বরং এটি অতিক্রম করার স্থান মাত্র। আর মানুষ হিসেবে মানুষের পার্থক্য সূচিত হয় মূলত তার উত্তম চরিত্র ও কর্মের দ্বারা। বংশ, পদ-পদবী কিংবা ডিগ্রি দিয়ে মানুষের প্রকৃত পরিচয় পাওয়া সম্ভব নয়। আর মানুষের প্রতিটি কাজই তখনই ইবাদাত হিসেবে গণ্য হবে যখন তার কাজের নিয়ত হবে আখিরাতমুখী তথা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে। তাই আজকের এ আয়োজন তখনই স্বার্থক হবে যখন আমরা নিজেদেরকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে উন্নীত করতে পারবো এবং মানবতার কল্যাণে মানুষের পাশে দাঁড়াতে পারবো।
উল্লেখ্য যে, নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়।
উক্ত পারিবারিক মিলনমেলা কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি যথাক্রমে জনাব নাজিম উদ্দিন মোল্লা ও ডাঃ মুহাম্মদ ফখরুদ্দীন মানিক এবং রামপুরা ইয়ুথ সোসাইটির সভাপতি জনাব ফজলে আহমেদ ফজলু। এছাড়াও জনাব হাফিজুর রহমান, জনাব এস এম মনিরুজ্জামান, জনাব আশরাফুল আলম, আবুল হাসনাত পাটোয়ারী, আবুল আলা রিয়াদ, আবুল খায়ের সোহেল ও সঞ্চালক জনাব জহিরুল আলম স্বাধীন প্রমুখ।