বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তরের বনানী থানার বার্ষিক ফ্যামিলি ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং মহানগরী আমীর জননেতা জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি এবং জোন পরিচালক ডাঃ ফখরুদ্দিন মানিক।

থানা আমীর মিজানুর রহমান খানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আব্দুর রাফীর পরিচালনায় অন্যান্য মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন থানার সাবেক আমীর মোঃ সাইফুল ইসলাম, গুলশান পশ্চিম থানার নায়েবে আমীর মাহামুদুর রহমান আজাদ। থানা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহান সরকার, মাওলানা আবু লাবিব, মাওলানা মোকাররম হোসাইন। অনুষ্ঠানে এছাড়াও ওয়ার্ডের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন থানা সেক্রেটারি মাওলানা আব্দুর রাফি।

মুহতারাম মহানগরী আমীর প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাহে রমজান সমাগত তাই নিজেদের আত্নগঠন এবং আদর্শ পরিবারগঠনের দিকে মনোযোগ দিতে হবে। একটি আদর্শ পরিবারই কেবল আদর্শ নাগরিক তথা সুনাগরিক উপহার দিতে পারে।
মহানগরী আমীর আরো বলেন, আমাদের সন্তান এবং স্ত্রী যেন চক্ষু শীতলকারী ও মুত্তাকীদের ইমাম হতে পারে সেজন্য পারিবারিক ইউনিটগুলো কার্যকর করতে হবে। পাশাপাশি সমাজ এবং রাষ্টের সেবা করার মানসিকতা নিয়ে গড়ে উঠে ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহবান জানান।

জনাব সেলিম উদ্দিন বলে, সমাজের অন্যায়, দূর্নীতি ও অপরাধ প্রতিরোধে সাহসী ভূমিকা রাখতে পারলেই মানুষ হিসেবে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা সমুন্নত রাখা সম্ভব হবে, ইনশাআল্লাহ।