বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর বর্ষীয়ান জননেতা মকবুল আহমাদ রাহিমাহুল্লাহ ২০২১ সালের ১৩ এপ্রিল দুনিয়া থেকে বিদায় নেন।
জনাব মকবুল আহমাদ রাহিমাহুল্লাহ ছিলেন ইসলামী আন্দোলনের কিংবদন্তীতূল্য প্রবাদ পুরুষ। তাঁর গতিশীল ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে ইসলামী আন্দোলন অনেক কঠিন সময় সফলতার সাথে অতিক্রম করেছে। তিনি আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য নিজের জীবনের সবকিছুই উৎসর্গ করেছেন। দ্বীন প্রতিষ্ঠার জন্য তাঁর এই ত্যাগ ও কোরবানী ইসলামী আন্দোলনের ইতিহাসে চিরঅম্লান-চিরভাষ্মর হয়ে থাকবে।
জনাব মকবুল আহমাদ রাহিমাহুল্লাহ আজীবন একজন দা’য়ী ইলাল্লাহ হিসাবে ইসলামী আন্দোলনের সংকটময় সন্ধিক্ষণে জাতির কাণ্ডারীর দায়িত্ব পালন করেন। তাঁর বিনয়, নম্রতা ও চরিত্র-মাধুর্য্য তাঁকে অনন্য সাধারণ মর্যাদায় সমাসীন করেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাঁর দেশ, জাতি ও ইসলামের জন্য খেদমত এবং নেক আমলগুলো কবুল করুন। শহীদ হিসেবে কবুল করে তাঁকে সম্মানিত করুন এবং জান্নাতুল ফিরদাউস নসীব করুন। মহান রবের কাছে আবেগ ও বুকভরা এ আকুতি।