মঙ্গলবার বেলা ১১.০০টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল জোনের উদ্যোগে আয়োজিত রাজধানীর মিরপুরস্থ একটি বাসায় স্থানীয় নেতা, কর্মী, সমর্থক ও নগরবাসীর সাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন। এসময় মহানগরী আমীরের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি জনাব লস্কর মোহাম্মদ তাসলিম।
স্থানীয়দের মাঝে উপস্থিত ছিলেন মিরপুর পূর্ব থানা আমীর জনাব শাহ আলম তুহিন, কাফরুল পশ্চিম থানা আমীর জনাব আব্দুল মতিন খাঁন, ভাষানটেক থানা আমীর জনাব আলাউদ্দিন সোহেল, কাফরুল উত্তর থানা আমীর জনাব তারেক রেজা তুহিন, কাফরুল পশ্চিম থানা নায়েবে আমীর জনাব একেএম তৌফিকুল হক, ভাষানটেক থানা নায়েবে আমীর জনাব আহসান হাবিব, মিরপুর পূর্ব থানা সেক্রেটারি জনাব আনিসুর রহমান, কাফরুল উত্তর থানা সেক্রেটারি জনাব রেজাউল করিম মাহমুদ, কাফরুল দক্ষিণ থানা কর্মপরিষদ সদস্য জনাব শামসুল আলম খান ও কাফরুল পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম রায়হান উদ্দিন প্রমুখ।
মহানগরী আমীর উপস্থিত স্থানীয় নেতা, কর্মী, সমর্থক ও নগরবাসীদের উদ্দেশে বলেন, ঈদুল ফিতরের দাবি হচ্ছে সবাইকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির শিক্ষা দেওয়া। ঘৃণা ও বিভেদের রাজনীতি পরিহারে সবাইকে সচেতন করে তোলা। নতুন প্রজন্মসহ দেশের মানুষকে নীতি-নৈতিকতার শিক্ষা দিতে হবে। বিভেদ-বিভাজন ভুলে সমাজের সবার মধ্যে ইস্পাত ঐক্য গড়ে তুলতে হবে।

জনাব সেলিম উদ্দিন বলেন, পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে—এমনই প্রত্যাশা। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি—মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। তাই ঘৃণা নয় সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে হবে।
এদিকে গত ২৫ এপ্রিল ঢাকা মহানগরী উত্তরের রুকন মোহাম্মদ দ্বীন ইসলাম গাইবান্ধায় লাশবাহী এ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক এক দূর্ঘটনায় প্রথমে মারাত্নক আহত হন ও পরে হাসপাতালে ইন্তিকাল করেন। মহানগরী আমীর ঈদের দিন মোহাম্মদ দ্বীন ইসলামের পরিবারের খোজ-খবর নেন এবং তার সন্তানদের আদর, স্নেহ ও ভালোবাসা দিয়ে মহান আল্লাহর কাছে পরিবারটির জন্য কায়মনোবাক্যে দো’য়া করেন।
এছাড়াও ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল থানা জামায়াত ও ভাষানটেক থানা জামায়াত আলাদা আলাদা জুম প্লাটফর্মে ভার্চ্যুয়ালী ঈদ প্রীতি সম্মেলনের আয়োজন করে। এতে মহানগরী আমীর প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এতে তিনি বলেন, ঈদের আনন্দ যেন আমাদের নিজেদেরকে গাফেল করে না ফেলে। আমরা সবাই যেন আমাদের আশেপাশে যারা অসহায়, সুবিধাবঞ্চিত আছে তাদের খোজ-খবর নেই, তাদের পাশে দাঁড়াই। আর এটাই হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের প্রকৃত শিক্ষা।