বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানার উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আর্থিকভাবে সমস্যাগ্রস্থ এলাকাবাসীর মাঝে ঈদ উপহার-সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা মুহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব লস্কর মোহাম্মদ তাসলিম। এছাড়াও উপস্থিত ছিলেন কাফরুল পশ্চিম থানা আমীর জনাব আব্দুল মতিন খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-শেওড়া পাড়া দক্ষিণ ওয়ার্ড সভাপতি ও কাফরুল পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম রায়হান উদ্দিন। আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব সুলতান মাহমুদ, ওয়ার্ড সেক্রেটারি ও থানা যুব বিভাগের সহ-সভাপতি জনাব ইউছুফ হোসেন, উপাধ্যক্ষ শাহীন মাহমুদ, মাওলানা ফিরোজ কিবরিয়া প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জনাব সেলিম উদ্দিন বলেন, আমাদের দেশ এক মহাক্রান্তি কালের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। দেশের নানাবিধ সমস্যার মধ্যেই লাগামছাড়া হয়েছে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি। দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির কারণেই সাধারণ মুসলমানদের সিয়াম ও কিয়াম পালন স্বাচ্ছন্দপূর্ণ হয়নি। নানাবিধ কারণেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এখন প্রান্তিক পর্যায়ে নেমে এসেছে। এ সমস্যা সমাধানের দায়িত্ব সরকারের, এজন্যই সাধারণ মানুষ সরকারকে ভ্যাট ও ট্যাক্স দিয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয় হল সরকার এসব বিষয়ে প্রায় সম্পূর্ণ বেখেয়াল।

মহানগরী আমীর আরও বলেন, সরকারের উপর্যুপরি ব্যর্থতার কারণেই দেশে দুর্ভিক্ষের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এমতাবস্থায় অভাবগ্রস্থ ও বিপন্ন মানুষের কল্যাণে যাকাত, সাদাকাহ, ফিতরাসহ নিজ নিজ সঞ্চিত অর্থ নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দুর্গত ও অসহায় মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। সেই সাথে বর্তমান অবস্থান থেকে উত্তরণের জন্য প্রয়োজন ইসলামী হুকুমাত। একমাত্র ইসলামী শাসন ব্যবস্থাই পারে দেশকে এমন অস্বস্তিকর পরিস্থিতি থেকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে। তেমনি একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিনি সবাইকে এগিয়ে আসার উদাত্ত্ব আহবান জানান।
