বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন-এখন সময় পাল্টে গেছে, সাময়িক প্রলোভন দেখিয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না। প্রতিটি দুর্যোগে, প্রতিটি অধিকারের আন্দোলনে যারা সবার আগে জনগণের পাশে এসে দাঁড়ায় তাদের হাতেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, গুলশান পূর্ব থানার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বৃদ্ধ-কর্মহীন ও অসচ্ছল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও গুলশান পূর্ব থানার আমীর হোসাইন বিন মানসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, গুলশান পূর্ব থানার কর্মপরিষদ সদস্য মাও. ওমর ফারুক, আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।