মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জনাব মাওলানা ফয়জুর রহমান (হাতলিয়া) ভাই কিছুক্ষণ আগে সৌদী আরবে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উল্লেখ্য তিনি পবিত্র হজ্জ পালন করতে স্বপরিবারে সৌদি আরবে গমন করেন এবং অসুস্থ হয়ে পড়লে কিং আব্দুল আজীজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
ছাত্র জীবনে আমরা একই সাথে সংগঠন করি। মাওলানা ফয়জুর রহমান ভাই ইসলামী ছাত্রশিবিরের বড়লেখা দক্ষিণের সভাপতি ছিলেন। তার বাড়ীটি ছিল আমাদের সকলের সময়ে-অসময়ে আশ্রয়স্থল। পরিবারের সকল ছোটরা তাকে মোল্লা ভাইসাব বলে ডাকতেন। আর পরিবারের ছোট বড় সকলের সাথেই ছিল এবং এখনো আছে আমাদের মহব্বতের সম্পর্ক। ছাত্র জীবনে ফয়জুর রহমান ভাইদের বাড়িতে প্রায়ই থাকতাম। কত যে জেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীলদের রাতের ঘুমানো ও খাবারের আশ্রয়স্থল ছিল ফয়জুর রহমান ভাইয়ের বাড়ী তার কোন শেষ নেই।
জনাব ফয়জুর রহমান ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদেরকে এ শোকে সবরে জামিল দান করুন। আমীন।।