বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সকল পর্যায়ের মানুষের মাঝে ব্যাপকভাবে দাওয়াতি কাজ ছড়িয়ে দিতে হবে এবং সংগঠনকে আরো মজবুত করতে হবে, গণভিত্তি তৈরি করতে হবে। মানব সেবার মাধ্যমে মানুষের মন জয় করে নিতে হবে। নিজেকে একজন পরিপূর্ণ দা’ঈ হিসেবে প্রতিষ্ঠিত করে মহান আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে মনোনিবেশ করতে হবে।
তিনি ঢাকা মহানগরী উত্তরের গুলশান পূর্ব থানার দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।