বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “যুবকরা হচ্ছে একটি সমাজের সবচেয়ে মূল্যবান সম্পদ। যে সমাজের যুবকদের মেধা, মনন, উদ্যমকে কাজে লাগানো হয় সেই সমাজ দ্রুত এগিয়ে যায়। কিন্তু আমাদের দেশে যুবসমাজ সবচেয়ে বেশি অবহেলিত। তাদের হাতে কাজ নেই, তাদেরকে কাজে লাগানোর কোনো পরিকল্পনা নেই। একটি দেশ- বলা হয় উন্নতি লাভ করেছে কিন্তু উন্নতির নামে আমাদের দেশের ছেলেরা ভূমধ্যসাগরে আটকা পড়ে থাকে। এটি হলো আমাদের দেশের উন্নতির প্রধান লক্ষণ। গ্রাম থেকে মেয়েরা লেখাপড়া করার জন্য শহরে আসে আর দলীয় নেতাকর্মীরা তাদের মনোরঞ্জনের জন্য তাদের ওপর হামলা করে। এটি দেশের উন্নতি হতে পারে? আজকে দেশের একটি খেলার মাঠ নেই। উন্নত দেশ মানে প্রতিটি থানায় থানায় একটি করে খেলার মাঠ থাকবে অথচ তারা খেলার মাঠ দখল করছে। মানারাত বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়ামের যে মাঠ, সেখানে শহরের ছেলেমেয়েরা খেলাধুলা করে। এটি উন্মুক্ত একটি মাঠ। অথচ এটি তারা দখল করছে, দখল করার পায়তারা করছে।”
তিনি আজ শুক্রবার সকালে পল্লবী থানা দক্ষিণের খিদমাহ ওয়ার্ড এর উদ্যোগে খিদমাহ ইয়াং সোসাইটির দশ বছর পূর্তি উপলক্ষ্যে একটি ক্রিকেট টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ড সভাপতি জনাব ইন্জিনিয়ার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডাঃ মোঃ ফখরুদ্দিন মানিক। এছাড়া আরও উপস্থিত ছিলেন থানা আমীর জনাব মোঃ আশরাফুল আলম, থানা সেক্রেটারি জনাব মোঃ আবুল কালাম পাঠানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
জনাব সেলিম উদ্দিন বলেন, “ভুল রাজনীতির কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, শেয়ারবাজার লুটপাট হয়েছে, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এমনকি সেন্ট্রাল ব্যাংকের টাকা-পয়সাও লুটপাট করা হয়েছে। জামায়াতে ইসলামীর নেতাদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি সরকারকে হুশিয়ারি করে বলেন, কিন্তু আপনারা যে লুটপাট করছেন, প্রত্যেকটি লুটপাটের জন্য মামলা করা হবে, বিচার হবে একদিন ইনশাআল্লাহ।”
তিনি ইয়াং সোসাইটির যুবকদের নেতৃত্বে সকলকে রাজপথে আন্দোলনে যোগদান করার আহ্বান জানান।
মহানগরী আমীর বলেন, “দেশ রক্ষার আন্দোলনে জামায়াতে ইসলামী সবসময় আপোষহীন থাকবে। পৃথিবীতে যেসব দেশ উন্নতি লাভ করেছে তারা জাতীয় স্বার্থে এক থাকে। জাতীয় স্বার্থে তারা কখনো বিভেদ করে না। সুতরাং আপনারা খেলার মাঠে কোন বিভেদ করবেন না।”
তিনি অন্যায়, অত্যাচার এবং জুলুমবাজদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময় মহানগরী আমীর জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর কর্তৃক গৃহীত যুবকদের নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা সকলের সামনে তুলে ধরে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে একটি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে চায়। আগামীতে যুবকদেরকে সাথে নিয়ে জামায়াতে ইসলামী একটি উন্নত কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবে ইনশাআল্লাহ।”