সুখী-সমৃদ্ধ সমাজের জন্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সকলকে আত্মনির্ভরশীল হতে হবে। ইসলাম সেই প্রেরণা দেয় আমাদেরকে। সেই প্রেরণা থেকেই সমাজের পিছিয়ে পড়া মানুষকে সাবলম্বী করার প্রয়াস হলো আজকের এই আয়োজন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ৬৫ জনের মাঝে রিক্সা, ভ্যান, সেলাইমেশিন ও নগদ অর্থ বিতরণকালে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।


জামায়াত এসব বিষয়ের ঊর্ধ্বে থেকে কাজ করার চেষ্টা করছে। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সংকট মোকাবিলা করতে কর্মসূচি হাতে নিয়ে এগিয়ে আসছে।

তিনি আরও বললেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে আমরা চাইলেও অনেক কিছু করতে পারছি না। তবে সুদিন ফিরিয়ে আনতে এদেশের মানুষকে সাথে নিয়ে কাজ করছে জামায়াত।

অনুষ্ঠানে হাতিরঝিল এলাকার রিক্সা ও ভ্যান শ্রমিককে ৪টি রিক্সা ও ৩ টি ভ্যান, ৫জন মহিলাকে সেলাই মেশিনসহ ব্যবসার পুঁজি হিসেবে ৫৩জনকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।