বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ০৮ নং ভাদেশ্বের ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব আব্দুল হান্নান এর শ্রদ্ধাভাজন শ্বশুর মাওলানা আমিনুল ইসলাম রবিবার আমেরিকার সময় বিকাল ৫টা ১৭মিনিটে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করিয়াছেন। ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।
মাওলানা আমিনুল ইসলাম এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মাওলানা আমিনুল ইসলাম এর ইন্তিকালে আমরা একজন সহজ, সরল, উত্তম আমলদার ও দ্বীনের দা’ঈ ব্যক্তিকে হারালাম। তিনি ইসলামী আন্দোলনের জন্য একজন নিবেদিত মানুষ ছিলেন। ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে ক্ষমা করুন, তাঁর সকল নেক আমলগুলো কবুল করুন, মৃত্যু পরবর্তী প্রথম মঞ্জিল কবরকে তাঁর জন্য প্রশস্ত করে দিন। সর্বোপরি আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস মেহেরবানি করে দান করুন।
মরহুমের পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদেরকে আল্লাহ পাক উত্তম ধৈর্য ধরার তাওফিক দান করুন। আমীন।।