বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার সহ-সভাপতি প্রভাষক রেহান উদ্দিন রায়হান হার্টএটাক করে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় তিনি রায়হান ভাইয়ের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন এবং মহান আল্লাহর দরবারে ভাইটির জন্য কায়মনোবাক্যে তার সুস্থতার পূর্ণ নিয়ামত কামনা করে দো’য়া করেন।
সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তাসলীম, জামায়াতে ইসলামী মিরপুর পূর্বের সেক্রেটারি জনাব আনিসুর রহমান ও জনাব রায়হান উদ্দিনের ছোট ভাই জনাব শাহান প্রমুখ।
উল্লেখ্য মহানগরী আমীর ঢাকা, সিলেটসহ ইসলামী আন্দোলনের সর্বপর্যায়ের জনশক্তিদের কাছে জনাব রেহান উদ্দিন রায়হান ভাইয়ের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দো’য়া কামনা করেন।