ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ভালো বা মন্দ সময় বলতে কিছু নেই। যখন যে পরিস্থিতি তৈরি হয় তা নিয়ে কোনো হতাশায় নিমজ্জিত হলে চলবে না। বরং সদা সর্বদা সস্তুষ্ট চিত্তে এই আন্দোলনের কাজকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি শুক্রবার ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত স্থানীয় এক মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেট মহানগরীর সভাপতি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাসুক আহমদের পরিচালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর অর্থ সম্পাদক সুহেল আহমদ, এইচআরডি সম্পাদক নজরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম, স্কুল কার্যক্রম সম্পাদক শামসুল ইসলাম জাবাল, প্রচার সম্পাদক সালেহ মোঃ ফয়সাল, শাহপরান র. থানা সভাপতি ইসলাম উদ্দিন, কোতোয়ালি পশ্চিম থানা সভাপতি সিদ্দিক আহমদ ইউসুফ প্রমুখ।