রাজধানীতে ছাত্র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর ও আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন।
আজ বিকালে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, সেক্রেটারি জেনারেলসহ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন তিনি। এসময় কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহ মাহফুজুল হক, বায়তুলমাল সম্পাদক হাসানুল বান্না, প্রচার সম্পাদক খালেদ মাহমুদ, ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি জামিল মাহমুদ, পশ্চিম শাখা সভাপতি আব্দুল আলিম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মইন উদ্দিনসহ মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজঊল করিম।
মত বিনিময় কালে সেলিম উদ্দিন বলেন, একটি দেশের প্রধান শহর সে দেশকে বিশ্ব দরবারে অনেকাংশে পরিচয় করিয়ে দেয়। অনেকাংশে
একটি দেশের মর্যাদা ও ভাবমূর্তির বহি:প্রকাশ ঘটে প্রধান শহরের মাধ্যমেই। আর যেকোন দেশের উন্নয়নের বিরাট ভূমিকা পালন করে সে দেশের প্রধান শহরের জনপ্রতিনিধিরা। এক্ষেত্রে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মেয়রের ভূমিকা ব্যতিক্রম নয়। যথেষ্ঠ সামর্থ ও সুযোগ থাকার পরও প্রিয় ঢাকা কাঙ্খিত নগরীতে পরিণত হতে পারেনি। স্বাধীনতা অর্জনের প্রায় পাঁচ দশক অতিক্রম হলেও তীব্র যানজট, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, গ্যাস, পানি ও বিদ্যুতের প্রকট অভাব এবং ব্যাপকহারে মশার উপদ্রবসহ নানা সমস্যা বয়ে বেড়াচ্ছে বছরের পর বছর। শহরবাসীর অধিকার বহুলাংশেই উপেক্ষিত। এ অবস্থার পরিবর্তন দেখতে চায় ঢাকাবাসী।
তিনি বলেন, নগর উন্নয়ন করতে গিয়ে অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রম ও সমন্বয়হীনতা নগরবাসীর দূর্ভোগ আরো বাড়িয়েছে। ফলে অনেক সময় নগর উন্নয়নের কাজের কথা শুনলে মানুষ খুশি হওয়ার বদলে শঙ্কিত হয়। কিন্তু নগরীবাসীকে একটি উন্নত ও আধুনিক শহর উপহার দেয়া অসম্ভব কিছু নয়। এজন্য প্রয়োজন অপরিকল্পিত নগরায়ণ বন্ধ করে সৎ, যোগ্য ও দক্ষ জনশক্তির মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা। যারা ঢাকা উত্তর সিটিকে একটি আধুনিক, আরো উন্নত এবং সব ধরনের নাগরিক সুবিধা সম্পন্ন নগরে পরিণত করবে। তিনি ঢাকা সিটি উত্তরের জনগণকে একটি কাঙ্খিত নগর উপহার দিতে সবার ঐকবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, অতীতের জনপ্রতিনিধিরা ঢাকাকে সিঙ্গাপুর বানানোর কথা বলে নির্বাচিত হওয়ার পর তারা নগরবাসীর উন্নয়নে তেমন কোন কাজ করে নি বরং ক্ষেত্র বিশেষে আগের উন্নয়নের ধারাবাহিকতাও রক্ষা করতে পারেননি। তাই বিশিষ্ট রাজনীতিক, সমাজ সেবক ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ সেলিম উদ্দিনের হাতেই ডিএনসিসির সকল সমস্যা সমাধান করা সম্ভব। তিনি সৎ, যোগ্য ও আল্লাহভীরু জামায়াত মনোনীত প্রার্থীকে নির্বাচিত করে ডিএনসিসির উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে সকলে নির্বাচন যুদ্ধে ঝাঁপিয়ে পরার আহবান জানান।