ডিএনসিসি নির্বাচনে মেয়র প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ভ্রমণ মানুষের মেধা ও মনন বিকাশে সহায়ক হয় এবং মানুষের সুপ্ত প্রতিভার স্ফূরণ ঘটায়। ইসলাম ভ্রমণ সম্পর্কে সুনির্দিষ্ট দিকনির্দেশনা তুলে ধরেছে। পবিত্র কালামে হাকীমে আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন, ‘তোমরা ভ্রমণ করে তাঁর (আল্লাহর) অভিনব সৃষ্টিরাজি অবলোকন করো। (সূরা আনকাবুত : ২০)। আল্লাহ রাব্বুল আলামীন আরও বলেন,‘ হে রাসূল! আপনি (মানুষকে] বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করে দেখ অত্যাচারীদের পরিণতি কেমন হয়েছে (সূরা নামল : ৬৯)। তাই জ্ঞানের পরিধি বৃদ্ধি, আল্লাহর সৃষ্টি কৌশল ও নাফরমানদের পরিণতি সম্পর্কে সম্যক ধারণার জন্যই প্রয়োজনীয় সফরের কোন বিকল্প নেই। তিনি গতকাল (১৬ ফেব্রুয়ারী) উত্তরা মডেল ক্লাবের উদ্যোগে আয়োজিত এক শিক্ষা সফরের এক আলোচনা সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) আল্লাহর নির্দেশে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে ইয়াসরিবে হিজরত করেন এবং তারই নির্দেশে তিনি ইসরা ও মিরাজে গমন করেন। জ্ঞান অন্বেষণের জন্য তিনি ভ্রমণের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি জ্ঞান অন্বেষণে রাস্তায় বের হবে, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেবেন।’ তিনি আরো বলেন: ‘তোমরা জ্ঞান অন্বেষণে বের হও, যদিও তা সুদূর চীন দেশে হয়।’
তিনি আরও বলেন, সরকারের ব্যর্থতা, অপশাসন ও দুঃশাসনের কারণেই দেশের মানুষ শান্তিতে নেই। তাই সৃজনশীল ও সমাজহিতৈষী লোকদের পক্ষে ইতিবাচক কোন কিছু করা সম্ভব হচ্ছে না। সরকার জনগণের কল্যাণের পরিবর্তে নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সে ষড়যন্ত্রের অংশ হিসাবেই তারা একের পর এক জাতীয় নেতাদের হত্যা করে দেশকে রক্তাক্ত ও কলঙ্কিত করেছে এবং সে ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। তিনি সরকারের দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ক্লাবের সদস্যদের মান উন্নয়ন ও চরিত্র গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।
সেলিম উদ্দিন বলেন, উত্তরা মডেল ক্লাব কোন রাজনৈতিক সংগঠন নয় বরং এটি একটি রাজনীতি সচেতন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আর্ত-মানবতার সেবার মহান ব্রত নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। আর আমরা এই মহান দায়িত্ব পালনে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। তিনি গণমানুষের কল্যাণে ও সমাজের প্রান্তিক জনগোষ্ঠী এবং সুবিধা বঞ্চিত মানুষের সেবায় কাজ করতে ক্লাবের সকল সদস্যদের প্রতি আহবান জানান।
ক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিকের সভাপতিত্বে ও উপদেষ্টা ইসহাক আলীর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ইবনে কারীম আহমদ মিঠু, সমাজ সেবক এইচ এম আতিকুর রহমান, এ্যাডভোকেট বেলায়েত হোসাইন সুজা, এ্যাডভোকেট ইব্রাহিম খলিল, মংলা উপজেলার ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনুর সরদার ও সাবেক ছাত্র উপদেষ্টা এনমুল কবির প্রমূখ।