পল্লবী থানা দক্ষিণ মহিলা বিভাগের রুকন নুরতাজ আপার ২ ছেলে গত ২ আগস্ট ময়মনসিংহে রোড এক্সিডেন্ট করে। বড় ছেলে মো. আলী হোসাইন ঘটনাস্থলে মারা যায়। মেজো ছেলে আহত অবস্থায় আছে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সংবাদ পেয়ে নুরতাজ আপার ঢাকাস্থ বাসায় ছুটে যান ঢাকা মহানগরী উত্তরের সন্মানিত আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন। মরহুম বড় ছেলের মাগফিরাত কামনা করে এবং আহত মেজো ছেলের দ্রুত সুস্থতার জন্য তিনি মহান রবের নিকট দোয়া করেন। শোকাহত পরিবারের সার্বিক খোঁজ খবর নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জোন পরিচালক জনাব ইঞ্জিনিয়ার মো. গোলাম মোস্তফা, পল্লবী দক্ষিণ থানা আমীর জনাব আশরাফুল আলম, পল্লবী উত্তর আমীর জনাব সাইফুল কাদের, পল্লবী দক্ষিণ থানা সেক্রেটারি জনাব আবুল কালাম পাঠান।
হে আল্লাহ! নুরতাজ আপার অসুস্থ ছেলেকে দ্রুত সুস্থ করে দাও। সড়ক দুর্ঘটনায় নিহত বড় ছেলেকে ক্ষমা করে জান্নাত নসিব করো। নুরতাজ আপার পরিবারকে সবরের পরীক্ষায় উত্তীর্ণ করো। আমিন