মহান স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকদের মাঝে খাবার বিতরণের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন আজ শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব লস্কর মোঃ তাসলীম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মোঃ মুহিব্বুল্লাহ প্রমুখ।